ভোলা যাবেনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ জানুয়ারি, ২০১৪, ০১:৪১:৩৫ দুপুর



আমাকে ভালবেসে যদি চলে যেতে চা্ও

যাও যাও যাও তবে ভাঁধা দেবনা

তবু্ও দোহায় লাগে সে কথা বলনা

আমি নিজেক ভুলতে পারি তোমাকে পারবনা।।

Rose

তুমি সুখে থেকো তোমার মতো করে

আমার নাহয় চলার পথ রোদ বৃষ্টি ঝড়ে

ভুলেও তোমাকে আর এ পথে জড়াবনা

না না না আমি নিজেকে ভুলতে পারি

তোমাকে ভোলা যাবেনা।।

Rose

তুমি চলে যাও যেখানে সুখের ঠিকানা

আমি আছি আমার মতো সুখি হতে চাইনা

তুমি কি আর বুঝবে বল ছেড়ে যাবার বেদনা

সেটাই যে সুখ আমার অন্য কিছু চাইনা।

না না না আমি নিজেকে ভুলতে পারি

তোমাকে ভোলা যাবেনা।।

বিষয়: বিবিধ

১৭০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158614
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১১
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো । ধন্যবাদ
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৯
113309
বাকপ্রবাস লিখেছেন : Angel Angel Angel Angel
158623
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
113320
বাকপ্রবাস লিখেছেন : Happy Happy Happy Happy
158639
০৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রেমের কথাত! ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:১০
113561
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
158660
০৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৯
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : ভাইয়া কবিতা সেই রকম হইছে -- আপনার কবিতা এত ভাল লাগে কেন আমার ?
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:১১
113562
বাকপ্রবাস লিখেছেন : তাই নাকি!!! শুনে ভাল লাগছে, যদিও আমার কবিতাগুলো কবিতা হয়ে উঠেনা অনেকের কাছে...
158831
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : বিরহের জ্বালা যদি
তোমারে কাঁদায়,
মিটমাট করে দিতে
ডাকিও আমায়৷
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৭
113614
বাকপ্রবাস লিখেছেন : অভাগার ভাগ কে নিতে চাই
পুরোটাই দিয়ে দিলাম সুখে থেকো ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File