তথ্যমন্ত্রীর খোয়াবনামা / বাকপ্রবাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ জানুয়ারি, ২০১৪, ০৬:০৭:১৫ সন্ধ্যা
(গণতন্ত্র নিরাপদ করতে খালেদাকে ছুড়ে ফেলতে হবে: তথ্যমন্ত্রী)
তথ্যমন্ত্রীর খায়েস হল ছুড়ে ফেলতে চায়
মধ্য রাইতে স্বপ্ন দেখে গেছে কান্দু পাড়ায়
কাপড় ছুড়ে ইজ্জত ছুড়ে গেল উড়ে উড়ে
ভাংলে ঘুম জেগে দেখে লুংগি মাথার পরে
বিষয়: বিবিধ
১৪৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কখনও তথায় চুমে
যখন যেমন চলতে পারে
লুঙ্গি মাথায় ঘুমে।
কলা বাদুর উড়ে এসে
ঠুকরে দেবে ভালবেসে
আঙ্গুল ভুলে গাছ!
লেংটা হয়ে রাস্তা ঘাটে,
নাচরে তোরা নাচ৷
সাধুবসে বটের তলে,
উঁচিয়ে আঙ্গুল খানি,
ইঁদূর হবে আবার তুমি,
আমরা সবাই জানি৷
ছালা দিয়ে বানাও জামা
মন্তব্য করতে লগইন করুন