সখি চেতনা কাহারে বলে!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ ডিসেম্বর, ২০১৩, ১২:৩০:৫০ দুপুর
চেতনা যায় কি খাওয়া নাকি রাখে মাথায়
প্রশ্নটা যে আজকাল আমায় ভীষণ রকম ভাবায়!
এইতো সেদিন দেখতে পেলাম জিপারটা খুলে
দেখিয়ে দিল চেতনাটা কেমন করে ঝুলে।
এতদিনে জানা গেল চেতনার কোথায় বাস
তাইতো বলি চেতনাধারী করে কেন হাসফাস!
এক বিঘা নাভির নিচে চেতনাদের বাড়ি
এতদিন বলনি কেন? দিলাম তোমায় আড়ি।
আহ চেতনা ওহ চেতনা তোমার বড় ঝাঝ
অসময়ে চেতিয়ে যাও ছুড়ে শরম লাজ।
আসুন সবাই চর্চা করি সেই চেতনার ধর্ম
ফেলে রাখুন হাতে মাথায় যা আছে কর্ম।
দেশটাকে গড়তে চাইলে নেই যে আর উপায়
তাইতো বুবু ডাক দিয়েছে আইরে তোরা আয়।
আয় চেতনা চেতিয়া যা হাটে মাঠে ঘাটে
নেই লাজ নেই ভয় বুবু আছে সাথে।
বিষয়: বিবিধ
২১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন