বউ বলেছে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৯:০৯:১৮ রাত
বউ বলেছে ছাটো দাড়ি পাঞ্জাবি টুপি পড়বেনা
এদেশে থাকতে হলে সুন্নতি লেবাস চলবেনা।
?
নামাজ কালাম পড় ঘরে মসজিদে যাওয়া চলবেনা
ধরলে পুলিশ চালান দেবে কোন কথা শুনবেনা।
?
যা দেখ তা দেখছনা তাই কোন কথা বলবেনা
ইলেকশানটা সিলেকশান হোক ভোট দেয়া লাগবেনা
?
বউ বলেছে শুনছ কথা? নাকি কিছুই শুনছনা!
তোমার যদি হয়গো কিছু, সংসারতো আর চলবেনা।
?
বুঝে শুনে চলতে হবে, ধর্ম কর্ম চলবেনা
মনের ধর্ম মনেই থাক, রাষ্ট্র যখন চাইছেনা।
?
ভেবেচিন্তে দেখলামরে ভাই যুক্তি কিন্তু মন্দনা
তাই বলে ঈমান নিয়ে কম্প্রোমাইজ চলবেনা।
ধর্মে যদি লাগে আঘাত আমিও কিন্তু ছাড়বনা
মুসলমানের দৃঢ় ঈমাণ সস্থা আর ঠুনকো না।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন