চেতনা যখন চেইত্তা যায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৮:৫৮ বিকাল
চেতনা আইজ উঠছে ভীষণ চেইত্তা
সুপ্রিম কোর্ট ভাসাইয়া দিলাম মুইত্তা
বলছে বুবু দিনের কাম করিসনা আর রাইত্তা
ভোটের হিসাব বুঝাইয়া দে রাখিসনা আর বাইক্কা।
নৌকা মার্কায় দিলে ভোট, বলবি তারে শালার পুত
নদীতে নাই পানি; টানবে কে আর ঘানি
মুইত্তা দে দেশ ভরাইয়া, নৌকা যাবে হেলিয়া
সেই নৌকায় বইস্যা বুবু, দিল্লি যাবে ছুটিয়া।
চেতনা যখন চেইত্তা যায়, ধরে কি আর রাখা যায়!
বলছে বুবু আই ছেলেরা চেতনা তাই বেইচ্চা খাই
চেতনার যাতনা রইতে যে আর পারিনা, টনটনায়
আমরা তখন চেইন খুইল্লা সমানে চালায়, আরাম পাই।
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন