পতাকা মিছিলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:১৭:৪৮ রাত
উনত্রিশে ডিসেম্বরে পতাকা মিছিলে
গণতন্ত্র মুক্ত করে আনব সবাই মিলে
গর্জে উঠ, দুমড়ে মোচড়ে শিকল ভেঙ্গে ফেল
চল চল সবাই, গণতন্ত্র রক্ষার পতাকা মিছিলে চল
স্লোগানে স্লোগানে মুখর হোক পল্টন
মিছিলে মিছেলে গর্জে উঠুক ময়দান
জেগে উঠ জনতা দেশ দ্রোহীদের মুখোশ খুলে ফেল
চল সবাই চল, গণতন্ত্র রক্ষার পতাকা মিছিলে চল
আসুক বুলেট আসুক কামান ভয় করিনা
এই দেশ আমার লাল সবুজের আর বুঝিনা
সাধ্য কার বাধ সাধার বাংলার আলো হাওয়া জল
চল চল চল সবাই, গণতন্ত্র রক্ষার পতাকা মিছিলে চল
বিষয়: বিবিধ
৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন