মিছিলে গেলাম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ডিসেম্বর, ২০১৩, ১১:৩৭:৫১ সকাল



সবুজের মাঝে লাল পতাকা আমার

মিছিলে মিছিলে উত্তাল পল্টন এবার

গণতন্ত্র বন্দী আজ মুক্তির সংগ্রাম

মাগো আমি সেই মুক্তির মিছিলে গেলাম।

Happy>-

টান পড়েছে ঈমানে আজ টান পড়েছে ধর্মে

টান পড়েছে মানচিত্রে আজ ভীষণ রকম চরমে

মানবতা বন্দী আজ অধীকার হারিয়েছে প্রাণ

সেই অধীকার রুদ্ধারে আমি মিছিলে গেলাম

Sad

মিছিলে গেলাম মাগো আমি মিছিলে গেলাম

শেষ বিন্দু থাকতে প্রাণে থাকবনা হয়ে গোলাম

তোমার শাড়ির জমিন সবুজ আর লাল রক্ষার সংগ্রাম

পল্টনে গেলাম মাগো আমি পতাকা হাতে মিছিলে গেলাম



বিষয়: বিবিধ

১৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File