আত্মঘাতি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৮:৫১ রাত



আমরা আজ আত্মঘাতি ভাই এর হাতে ভাই খুন

লড়ছি ভীষণ সাধ্য মতন বাড়ছে হিংসা ক্রোধ দ্বিগুন

আমরা ভাবছি শুদ্ধ হচ্ছি পাপ মোচনের এটাই নিয়ম

আমরা করছি যুদ্ধ তাই ধরছি মারছি ঘরের আপনজন।

আমরা আজ অন্ধ ভীষণ ধারছিনা ধার আইন কানুন

আমরা বলছি আমরাই ঠিক যুক্তি তর্ক ফেলে রাখুন

আমরা চাইছি যুদ্ধ আবার করছিনা তাই বাছ বিচার

শত্রু মিত্র বুঝার আগে লাশের স্তুপ হোক পাহাড়।

এমনি এক আত্মঘাতির নেশায় আজ চলছে হোলি

বুঝতে তবু চাইছিনা কেউ ধরছি কলার মারছি গুলি

নিজেকে একবার প্রশ্ন করুন এমন কান্ডের লাবটা কার

আমরা মারছি আমরা মরছি খুলছে কপাল ভন্ড বাবার

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File