ভোটাধীকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ডিসেম্বর, ২০১৩, ০২:২৯:১০ দুপুর
ওরা আমার ভোটাধীকার
কাইড়া নিতে চায়,
ওরা, কথায় কথায় লগী বৈঠায়
পিষে মারতে চায়।।
:D/
দাদার কথায় আজকে যারা
পা চাটা গোলাম
মোহাম্মদের নামটা কেটে
লিখে রাখ রাম।।
:D/
থাকবনা আর এমন সুখ
জাইগা গেছে দেশের লোক
উঠল ফোসে গণজোয়ার
চাই ভোটের অধীকার
:D/
সমস্বরে বলছে তাই
ভোট ব্যালটের হিসাব চাই।।
---------------------------------------------
ওরা আমার মুখের কথা (ভাষা)
কাইড়া নিতে চায়,
ওরা, কথায় কথায় শিকল পরায়
আমার হাতে পায়।।
এই ভাষারই লাইগা যারা
মায়ের বীর দুলাল
দেশের মাটি বুকের খুনে
কইরা গেছে লাল।।
কইরো না আর দুঃখ শোক
শোন রে গাঁও গেরামের লোক
শোন শোন গঞ্জের সোনা ভাই
একবার বুক ফুলাইয়া কওরে দেখি
রাষ্ট্রভাষা বাংলা চাই।।
আবদুল লতিফ (১৯৩৫-২০০৫); ১৯৫৩
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন