নারীর সম্ভ্রম পর্দায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৩:২৮:১৫ দুপুর
সানি লিওন হতো যদি বলত আহা করছ কি!
দেখবেই যদি ছবি তুলে আমায় দিও এক কপি
টুইটারে দেব টুকে পড়বে হি হি, ছি ছি ছি
বলব আমি নষ্ট মেয়ে তাতে তোমার ক্ষতি কি
দেবযানী নয়তো লিওন তাইতো সে কাঁদছে
ভারত জুড়ে উতাল হল সম্ভ্রমে বেশ লাগছে
এমন করে লাগত যদি বলিউডের নীল সিনেমায়
হয়তো লিওন ভাবতো লাজে, নারীর সম্ভ্রম পর্দায়
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন