আখদান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ডিসেম্বর, ২০১৩, ১১:০৩:২০ রাত

আখদান আখদান
দেখাও দেখি মুখখান
আহা কি মিষ্টি
অপলক দৃষ্টি![]()
আখদান আখদান
মা বলে জানের জান
বাবা বলে পরানের পরান
চাচা মামা খালা বলে
দেখি দেখি এদিক আন ![]()
নানা বলে আয় সোনা
নানি বলে এখন না
দাদা বলে দেখি'না
দাদি বলে খাবে না?![]()
আখদান আখদান
হাজারে একখান
চিটাইংগা ফোয়া
মাড়িত ফইল্লে লোয়া
লিংক: Click this link
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন