দু:খের মাঝে খুশীর খবর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ডিসেম্বর, ২০১৩, ১২:২৯:০৫ দুপুর

এমন দু:খের দিনেও সুখের খবর শুনতে চান!
জামাল ভাই এর ছেলে হল আখদান মাহমুদ নাম![]()
জারিফা পেল ছোট ভাই, তাই খুশির সীমা নাই
মিষ্টি হাতে আসছে সবাই কোনটা ফেলে কোনটা খাই![]()
এসেছে নতুন শিশু এসেই দেখে হরতাল, অবরোধ
কেদেঁছে ইচ্ছেমতো সরকারের নেই কেন বিচার বোধ![]()
নেড়েছে মাথাটা ছুড়েচে হাত পা যাবে নাকি মিছিলে
বলেছে ওয়া ওয়া আমিও চিটাইংগা ফোয়া ছাড়বনা ধরিলে
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন