ফোন বিভ্রাট

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৩, ০২:৫৯:৫০ রাত



ক্রিং ক্রিং রিং পড়ে বুবুর মন সিনেমায়

দেখার কি জো আছে টেলিফোনের ঝামেলায়!

হ্যালো হ্যালো বানকি মুন‍! শুনতে পাচ্ছি বলুন

তারানকো এসেছিল অযথায় তেলে বেগুন

কি বললেন বুঝিনি, বলুন প্লিজ আরেকবার

কাদের মোল্লা ঝুলে যাবে কিছুই আমার নাই করার

এইতো এখন একটু আগে ফোন করেছে এরদোগান

সবার দেখি একই কথা ভারী করছে কান দু'খান

জন কেরী ট্রাই করেছে ভাবছি সবাই জামাত নাকি

আপনি এখন ফোন রাখেন সিনেমার আধেক বাকি

পরে আবার কথা হবে রাখি তবে আজকের মতো

সিনেমাটা না জমতেই উটকো সব ঝামেলা যত

এই কে আছিস ফোনটা ধর ক্রিং ক্রিং রিং পড়ে

স্বয়ং ভগবানও যদি খোঁজ করে বলবি বুবু নাই ঘরে

বিষয়: বিবিধ

৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File