কে আছিস আর এক প্যাক ঢাল!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৩:০৩:২৭ রাত
টেলিফোনে কাজ হবেনা শুনবেননা কথা
হোকনা সে যত বড় রাজা মহারাজা
অনেক সয়েছেন তিনি সইবেননা আর
মাত্রা ছেড়েছে গাত্র জ্বালা আর হবেনা ছাড়
মালটা কি বেশী খেলেন আজ!
চোখে মুখে কিসের যেন ভাজ
না জানি বলে দেয় হু ইস গড!
আই এম নাথিং বাট এ লর্ড
এমনই হয় মাল খেয়ে টাল
টক মিষ্টি খেয়ে বলে ঝাল
আমাদের ও কপাল এমন হায়
কি বলব আর গলা শুকিয়ে যায়
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন