রাগ করেনা লক্ষী সোনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৩:২৭:৩০ দুপুর



(এখন ‘দুই নারী’ বলে গালি শুনতে হয় : প্রধানমন্ত্রী)

I Don't Want To See

কে দিয়েছে গালি তোমায়

কে দিয়েছে বকে

কে বলেছে মুখে দেবে

চুন কালি মেখে

I Don't Want To See

কার এমন সাধ্য আছে

কার এমন সাহস

কার এমন বুকের পাটা

দেখায় তোমায় ঢেড়স

I Don't Want To See

রাগ করেনা লক্ষি সোনা

তুমি কত্ত ভাল

একটু গুমের স্বভাব আছে

মন্দ কি আর বল!

I Don't Want To See

হামলা কর, মামলা কর

এসব কিছুনা

খুন যদি হয়েও থাকে

স্বাক্ষী থাকেনা

I Don't Want To See

ওসবে তুমি কান দিওনা

রাগ করেনা সোনা

আম জনতা ভীষণ বোকা

কিচ্ছু বোঝেনা

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File