সংবিধানটা রাখব কোথায় মাথায় নাকি পাছায়!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫২:১৬ সন্ধ্যা



রাষ্ট্রপতি কয়না কথা তালা দিছে মুখে

যদিও তার ভীষণ জ্বলে চোখে মুখে বুকে

কিছুই তার করার নাই আসুক যাহাই মনে

রাষ্ট্রপতির হাত পা বাঁধা দোহায় সংবিধানে

I Don't Want To See

সেনাপতি দেখছে খেলা দেখিনা একটু

জ্বালাও পোড়াও করে না্ও নাল্টু আর পল্টু

সংবিধানটা দেখলাম ঘেটে কিছু লিখা নাইতো

রাষ্ট্র কখন তলব করে বসে আছি তাইতো

I Don't Want To See

সিইসি অটল হোকানা যতই ছি ছি ছি

সংবিধানে লিখা আছে মরি আর বাঁচি

নির্বাচনটা করতেই হবে নেই যে আর উপায়

মরুক সবাই তবুও তার বিধান রক্ষা চাই

I Don't Want To See

সুশীল সমাজ দুই ভাগে ভাগ খাচ্ছে যার নুন

দিচ্ছে তালি গালা গালি গাইছে তার গুণ

ইচ্ছে মতন দিচ্ছে বয়ান ধারা উপধারার

মরছি আমরা আমজনতা মরার উপর খাড়ার

I Don't Want To See

সংবিধানের ছুতা তুলে খেলছ যারা খেলা

দুইদিন পর বুঝবে তবে কাকে বলে ঠেলা

আগুন যদি লাগে ঘরে শুনবে কি আর দোহায়

সংবিধানটা রাখবে তখন মাথায় নাকি পাছায়!

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File