সংবিধানটা রাখব কোথায় মাথায় নাকি পাছায়!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫২:১৬ সন্ধ্যা
রাষ্ট্রপতি কয়না কথা তালা দিছে মুখে
যদিও তার ভীষণ জ্বলে চোখে মুখে বুকে
কিছুই তার করার নাই আসুক যাহাই মনে
রাষ্ট্রপতির হাত পা বাঁধা দোহায় সংবিধানে
সেনাপতি দেখছে খেলা দেখিনা একটু
জ্বালাও পোড়াও করে না্ও নাল্টু আর পল্টু
সংবিধানটা দেখলাম ঘেটে কিছু লিখা নাইতো
রাষ্ট্র কখন তলব করে বসে আছি তাইতো
সিইসি অটল হোকানা যতই ছি ছি ছি
সংবিধানে লিখা আছে মরি আর বাঁচি
নির্বাচনটা করতেই হবে নেই যে আর উপায়
মরুক সবাই তবুও তার বিধান রক্ষা চাই
সুশীল সমাজ দুই ভাগে ভাগ খাচ্ছে যার নুন
দিচ্ছে তালি গালা গালি গাইছে তার গুণ
ইচ্ছে মতন দিচ্ছে বয়ান ধারা উপধারার
মরছি আমরা আমজনতা মরার উপর খাড়ার
সংবিধানের ছুতা তুলে খেলছ যারা খেলা
দুইদিন পর বুঝবে তবে কাকে বলে ঠেলা
আগুন যদি লাগে ঘরে শুনবে কি আর দোহায়
সংবিধানটা রাখবে তখন মাথায় নাকি পাছায়!
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন