পঞ্চদশ সংশোধনি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৮:৫৭ বিকাল
সংবিধানের দোহায় দিয়ে পুড়ছে জ্বলে দেশটা
আহা উহু করছে সবাই হয়ে যাচ্ছে প্রাণ উষ্ঠা
ছুটছে সবাই দিক বিদিক ডাকছে প্রভু, স্রষ্টা
নেই যে তবু কারো কাছে পানি ঢালার চেষ্টা
এমনই তার ক্ষমতার জ্যোতি পঞ্চদশ সংশোধনী
যাবেনা আর ধরা ছোঁয়া অপ্সরী এক স্বপন রমণী
অক্ষত চাই যা আছে লিখা, চাই অবিকৃত প্রতিটা শব্দ
কোরান, বাইবেল গীতা আজ হার মেনে হয়ে গেছে জব্ধ
পুরছে জেলে হাজারে হাজার কেউ খুশী কেউ বেজার
ডান্ডাবেড়ী পড়িয়ে দিচ্ছে থাকছেনা আর কেউ দেখার
হচ্ছে টা কি যাচ্ছি কোথায় পাচ্ছিনাতো খুঁজে ধমনি
এমনই এক আজব দানব হয়ে গেছে পঞ্চদশ সংশোধনি
দোলছে সবই শংকার দোলায় খায়রুলতো আর দোলছেনা
পুড়ছে সবাই হিংসার আগুণে খায়রুলতো আর পুড়ছেনা
অপঘাতে মরছে সবাই পথে ঘাটে খায়রুলতো আর মরছেনা
এতো কিছু হয়ে যাচ্ছে ষোড়ষ সংশোধনী কেন আর আসেছেনা!
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন