পঞ্চদশ সংশোধনি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৮:৫৭ বিকাল



সংবিধানের দোহায় দিয়ে পুড়ছে জ্বলে দেশটা

আহা উহু করছে সবাই হয়ে যাচ্ছে প্রাণ উষ্ঠা

ছুটছে সবাই দিক বিদিক ডাকছে প্রভু, স্রষ্টা

নেই যে তবু কারো কাছে পানি ঢালার চেষ্টা

At Wits' End

এমনই তার ক্ষমতার জ্যোতি পঞ্চদশ সংশোধনী

যাবেনা আর ধরা ছোঁয়া অপ্সরী এক স্বপন রমণী

অক্ষত চাই যা আছে লিখা, চাই অবিকৃত প্রতিটা শব্দ

কোরান, বাইবেল গীতা আজ হার মেনে হয়ে গেছে জব্ধ

At Wits' End

পুরছে জেলে হাজারে হাজার কেউ খুশী কেউ বেজার

ডান্ডাবেড়ী পড়িয়ে দিচ্ছে থাকছেনা আর কেউ দেখার

হচ্ছে টা কি যাচ্ছি কোথায় পাচ্ছিনাতো খুঁজে ধমনি

এমনই এক আজব দানব হয়ে গেছে পঞ্চদশ সংশোধনি

At Wits' End

দোলছে সবই শংকার দোলায় খায়রুলতো আর দোলছেনা

পুড়ছে সবাই হিংসার আগুণে খায়রুলতো আর পুড়ছেনা

অপঘাতে মরছে সবাই পথে ঘাটে খায়রুলতো আর মরছেনা

এতো কিছু হয়ে যাচ্ছে ষোড়ষ সংশোধনী কেন আর আসেছেনা!

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File