বি এন পি জামাত ক্ষমতায় আসলে কি দেশের জন্যে খুব মঙ্গলকর হবে?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ডিসেম্বর, ২০১৩, ০১:৫১:৩৮ দুপুর
						 
						 
ন্যায্য প্রশ্নের অন্যায্য উত্তর
হয়তো শুনে বলবেন ধুত্তর![]()
কে আসল কে গেল সেটা প্রশ্ন নয়
সুজাতার তোড়জোড়ে একটু সন্দেহ হয়![]()
কোথাকার কোন সচিব আহা কি দাম
আমাদের ভোট নিয়ে তার কি কাম![]()
সে কেন বলে দেবে কাকে চাই ক্ষমতায়
আমাদের কি তবে স্বাধীনতা নাই!![]()
আমরা ধারিনা ধার কে ভাল মন্দ
আমরা রুখে দেব যদি পাই গন্ধ![]()
আমরা যা করি, মারি ধরি আদর করি
সেটা আমাদের ব্যাপার, চাইনা পরের ছড়ি![]()
কথাটা বুঝলে এবার থাকুন চুপ
মাথা থেকে ঝেড়ে ফেলুন প্রদেশের ভুত![]()
আমরা চাইনা হতে সিকিম, কাশ্মির
কথাটা বুঝতে লাগা হয়নাতো বীর![]()
কে আসল কে গেল বলছি আবারো
সেটা আমাদের ব্যাপার, নয় অন্য কারো						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন