বি এন পি জামাত ক্ষমতায় আসলে কি দেশের জন্যে খুব মঙ্গলকর হবে?

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ডিসেম্বর, ২০১৩, ০১:৫১:৩৮ দুপুর



ন্যায্য প্রশ্নের অন্যায্য উত্তর

হয়তো শুনে বলবেন ধুত্তর

Time Out

কে আসল কে গেল সেটা প্রশ্ন নয়

সুজাতার তোড়জোড়ে একটু সন্দেহ হয়

Time Out

কোথাকার কোন সচিব আহা কি দাম

আমাদের ভোট নিয়ে তার কি কাম

Time Out

সে কেন বলে দেবে কাকে চাই ক্ষমতায়

আমাদের কি তবে স্বাধীনতা নাই!

Time Out

আমরা ধারিনা ধার কে ভাল মন্দ

আমরা রুখে দেব যদি পাই গন্ধ

Time Out

আমরা যা করি, মারি ধরি আদর করি

সেটা আমাদের ব্যাপার, চাইনা পরের ছড়ি

Time Out

কথাটা বুঝলে এবার থাকুন চুপ

মাথা থেকে ঝেড়ে ফেলুন প্রদেশের ভুত

Time Out

আমরা চাইনা হতে সিকিম, কাশ্মির

কথাটা বুঝতে লাগা হয়নাতো বীর

Time Out

কে আসল কে গেল বলছি আবারো

সেটা আমাদের ব্যাপার, নয় অন্য কারো

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File