বি এন পি জামাত ক্ষমতায় আসলে কি দেশের জন্যে খুব মঙ্গলকর হবে?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ডিসেম্বর, ২০১৩, ০১:৫১:৩৮ দুপুর
ন্যায্য প্রশ্নের অন্যায্য উত্তর
হয়তো শুনে বলবেন ধুত্তর
কে আসল কে গেল সেটা প্রশ্ন নয়
সুজাতার তোড়জোড়ে একটু সন্দেহ হয়
কোথাকার কোন সচিব আহা কি দাম
আমাদের ভোট নিয়ে তার কি কাম
সে কেন বলে দেবে কাকে চাই ক্ষমতায়
আমাদের কি তবে স্বাধীনতা নাই!
আমরা ধারিনা ধার কে ভাল মন্দ
আমরা রুখে দেব যদি পাই গন্ধ
আমরা যা করি, মারি ধরি আদর করি
সেটা আমাদের ব্যাপার, চাইনা পরের ছড়ি
কথাটা বুঝলে এবার থাকুন চুপ
মাথা থেকে ঝেড়ে ফেলুন প্রদেশের ভুত
আমরা চাইনা হতে সিকিম, কাশ্মির
কথাটা বুঝতে লাগা হয়নাতো বীর
কে আসল কে গেল বলছি আবারো
সেটা আমাদের ব্যাপার, নয় অন্য কারো
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন