আমাদের সংসার স্বংসদীয় সরকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ডিসেম্বর, ২০১৩, ০১:১২:১৪ দুপুর
						 
						 
আমাদের সংসার 
স্বংসদীয় সরকার
প্রধানমন্ত্রী নারী
কথার একটু এদিক হলে
তেলে বেগুন পুড়ে জ্বলে
ওদিকে দেয় ঝারি ![]()
সেদিন হলকি!
বেমালুম ভুলেছি
গিয়েছিলাম বাজারে
কাঁধে হাত রেখে বলে
কোথায় যে গুম হলে
স্কুল বন্ধু আহজারে![]()
হাসি আর ঠাট্টায়
জম্পেশ আড্ডায়
সকাল দুপুর গড়িয়ে সন্ধ্যা
পেঁয়াজটা কুটা ছিল
আদা রসুন বাটা ছিল
গিন্নির হলনা আর রান্ধা ![]()
আসুকনা আজ তবে
দেখি আজ কি খাবে
মাথায় চড়াব তবে হাড়ি
হাত জোড় করেটরে
ভুলতো হতে পারে
এই দেখ শাড়ি![]()
জমিনটা লাল কেন
পাড়ে আবার জরী কেন
রুচি টুচি নাই
হাতটা ধুয়ে এসো
চেয়ারটা টেনে বস
চল আগে খাই![]()
এভাবেই চলছিল
কি জানি কি হয়ে গেল
বুঝা গেলনা
কোল জোড়ে বাবু এল
নেপকিনটা ধুয়ে ফেল
ভুলে যেওনা![]()
হয়ে গেল দল ভারি
মায়ে ঝিয়ে এক হাড়ি
আমি আছি নাই
কার খবর কে রাখে
খেয়ে নিও এক ফাঁকে
যদি আমরা ঘুমিয়ে যাই![]()
আমাদের সংসার
স্বংসদীয় নেই আর
যেন এক দলিয় শ্বাসন
তারা দু’জন এক জোট
এক মার্কায় দেয় ভোট
মূল্যহীন তাই অপজিশন						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন