হাসিনারে হাসি না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৫:৩৭:০৯ বিকাল
হাসিনারে হাসিনা
তোর কথায় নাচি না
খেক করে কাশি না
পেক করে হাসি না
হাসিনারে হাসিনা
তোর জ্বালায় বাঁচি না
তোরে আর চাইছি না
তোরে ভাল বাসি না
হাসিনারে হাসিনা
তোরে আর চিনি না
তোর বাবার না না
আমরা কিন্তু জানি না
হাসিনারে হাসিনা
গদি কি ছাড়বি না
অত শত বুঝি না
যাবি কি যাবি না
হাসিনারে হাসিনা
কিযে হবে বুঝলি না
এমন ধোলাই দেব না
সাউন্ড কিন্তু হবে না
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন