আমি যদি এরশাদ হতাম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৬:০৪ দুপুর
আমি যদি এরশাদ হতাম
কিযে মজা হতো
সকাল বিকাল ডিগবাজিতে
বেলা কেটে যেত।
হাতের উপর ভর করে
তুলে দিতাম ঠেং
উল্টে যেতাম টুপুস করে
হয়ে যেতাম ব্যাং।
আমি যদি এরশাদ হতাম
কিযে মজা হত
আমায় নিয়ে টানা টানির
হিড়িক পড়ে যেত।
১৪ বলত তুইযে আমার
সাত রাজ্যোর ধন
১৮ বলত ভীষণ কাঁদে
তোর জন্য মন।
আমি যদি এরশাদ হতাম
কিযে মজা হত
ঘাটে ঘাটে করতাম বিয়ে
মন চায় যত।
শাকিলা জিনাত হন্য হত
হারিয়ে সব দিশা
ঝুলতো গলায় লকেট যেমন
অন্য এক বিদিশা।
আমি যদি এরশাদ হতাম
হতাম থুথু বাবা
শেষ বয়সে খেত হত
লাথি জুতো থাবা ।
ওরে বাবা কাজ নেই
আর, এরশাদ হবনা
যেমন আছি তেমন ভাল
অন্য কিছু না।
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন