আয় বুবু দিল্লি যাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪২:৪৯ রাত
আয় বুবু চলে যাই দিল্লি
পোষা কুকুর হয়ে যাই বিল্লি
আসব আবার বছর পাঁচ পরে
উঠব আবার ঘেউ ঘেউ করে
আয় বুবু বেলা যায় যায়
লগি বৈঠার দিন আর নাই
ধরলে এবার হবে চ্যাং ধোলাই
তার আগেই চল দিল্লি যাই
বুবু তোর দিলে রহম নাই
এত রক্ত তবু খাই খাই
কত বলি দিলে তোর পায়
বলবি কবে আর দরকার নাই
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন