আয় বুবু দিল্লি যাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪২:৪৯ রাত

আয় বুবু চলে যাই দিল্লি
পোষা কুকুর হয়ে যাই বিল্লি
আসব আবার বছর পাঁচ পরে
উঠব আবার ঘেউ ঘেউ করে![]()
আয় বুবু বেলা যায় যায়
লগি বৈঠার দিন আর নাই
ধরলে এবার হবে চ্যাং ধোলাই
তার আগেই চল দিল্লি যাই![]()
বুবু তোর দিলে রহম নাই
এত রক্ত তবু খাই খাই
কত বলি দিলে তোর পায়
বলবি কবে আর দরকার নাই
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন