রাক্ষুসী তুই লাশের হিসাব দে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩৩:২৬ দুপুর
রক্তে মাখা দিল পিপাশা
হাড্ডি মুখে ভোল বাতাসা
গদির আর নাই যে আশা
ঢের হল তোর রং তামাশা
গদি এবার দে ছেড়ে দে
রাক্ষুসী তুই লাশের হিসাব দে
ডাইনি তুই পার পাবিনা
জনতা আর ছাড় দেবেনা
কড়া গন্ডায় হিশাব হবে
মিলবে হিশাব ছাড়বে তবে
গদি এবার দে ছেড়ে দে
রাক্ষুসী তুই লাশের হিসাব দে
জনতা আর চুপ রইবেনা
জেল জুলুম আর সইবেনা
গুম খুনের দিন হল শেষ
জাগলো এবার সোনার বাংলাদেশ
গদি এবার দে ছেড়ে দে
রাক্ষুসী তুই লাশের হিসাব দে
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন