যদি বল হা , যদি বল না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৬:১৬ সন্ধ্যা
(যদি বল হা)![]()
নির্বাচনে আসতে যদি তোমরা সবাই চাও
সিইসির কাছে ফর্ম আছে জলদি জমা দাও![]()
নির্বাচনতো নই ভোট ব্যালটের বাকস টানাটানি
রেজাল্ট সেতো করাই আছে আমরা সবাই জানি![]()
যতই তোমরা দেখে শুনে সিলটা মারবে জোরে
থাকবে প্রতিক সীলটা আর কালি যাবে উড়ে ![]()
এমনি করে গভীর রাতে ভোট গণনা শেষে
জামানতটা আর পাবেনা সিইসি বলবে কেশে![]()
(যদি বল না)
নির্বাচনে আসতে যদি তোমরা সবাই না চাও
ঘরবাড়ী ছেড়ে ছুড়ে অন্য কোথাও যাও
হামলা হবে মামলা হবে নাকানি চুবানি
মেরে ধরে রিমান্ড দেব মাথায় গরম পানি 
যতই তোমরা আপিল কর দেবনাতো ছেড়ে
মুচলেকাটা দিতে হবে হাতে পায়ে ধরে
বলতে হবে যাচ্ছি চলে থাকবনা আর দেশে
ঘাড়ে পিঠে যতই ব্যাথা ভান দেখাবে হেসে
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন