ইসি আর সরকার মিলেমিশে একাকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ নভেম্বর, ২০১৩, ০৯:০৮:১৩ রাত
তোমায় আমি বসতে বলব দাঁড়িয়ে যাবে তুমি
ধমক দিয়ে বলব তখন বসতে বললাম আমি
আমরা দুজন খেলব শুধু সেই পুরোনো খেলা
যে খেলাটা বেশ খেলেছে ট্রাই ব্যুনালের চেলা
বলব আমি ধমক দিয়ে মানিনা এই ইসি
ভাব দেখাবে ভয় পাওনি ভিজিয়ে কাপড় ইশি
এখন পাবে হাফ পেমেন্ট বাকীটা দেব পরে
তার আগেই তুলতে চাই লুটের মাল ঘরে
দেখি এবার টিয়া পাখি কেমন শিখলে বোল
রি হার্সেলটা হয়ে যাক নইলে বাঁধবে গোল
এইতো বেশ খুব সুন্দর দারুণ ফাটা ফাটি
বাহিরে আমরা দূর ছাই! ভেতরে মাখা মাখি
এই ভাবেই হয়ে গেলে নির্বাচন টা পার
তোমার আমার টিকির নাগাল কেউ পাবেনা আর
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন