ইসি আর সরকার মিলেমিশে একাকার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ নভেম্বর, ২০১৩, ০৯:০৮:১৩ রাত



তোমায় আমি বসতে বলব দাঁড়িয়ে যাবে তুমি

ধমক দিয়ে বলব তখন বসতে বললাম আমি

Rolling on the Floor

আমরা দুজন খেলব শুধু সেই পুরোনো খেলা

যে খেলাটা বেশ খেলেছে ট্রাই ব্যুনালের চেলা

Rolling on the Floor

বলব আমি ধমক দিয়ে মানিনা এই ইসি

ভাব দেখাবে ভয় পাওনি ভিজিয়ে কাপড় ইশি

Rolling on the Floor

এখন পাবে হাফ পেমেন্ট বাকীটা দেব পরে

তার আগেই তুলতে চাই লুটের মাল ঘরে

Rolling on the Floor

দেখি এবার টিয়া পাখি কেমন শিখলে বোল

রি হার্সেলটা হয়ে যাক নইলে বাঁধবে গোল

Rolling on the Floor

এইতো বেশ খুব সুন্দর দারুণ ফাটা ফাটি

বাহিরে আমরা দূর ছাই! ভেতরে মাখা মাখি

Rolling on the Floor

এই ভাবেই হয়ে গেলে নির্বাচন টা পার

তোমার আমার টিকির নাগাল কেউ পাবেনা আর

বিষয়: বিবিধ

৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File