ইসি আর সরকার মিলেমিশে একাকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ নভেম্বর, ২০১৩, ০৯:০৮:১৩ রাত

তোমায় আমি বসতে বলব দাঁড়িয়ে যাবে তুমি
ধমক দিয়ে বলব তখন বসতে বললাম আমি![]()
আমরা দুজন খেলব শুধু সেই পুরোনো খেলা
যে খেলাটা বেশ খেলেছে ট্রাই ব্যুনালের চেলা ![]()
বলব আমি ধমক দিয়ে মানিনা এই ইসি
ভাব দেখাবে ভয় পাওনি ভিজিয়ে কাপড় ইশি![]()
এখন পাবে হাফ পেমেন্ট বাকীটা দেব পরে
তার আগেই তুলতে চাই লুটের মাল ঘরে![]()
দেখি এবার টিয়া পাখি কেমন শিখলে বোল
রি হার্সেলটা হয়ে যাক নইলে বাঁধবে গোল ![]()
এইতো বেশ খুব সুন্দর দারুণ ফাটা ফাটি
বাহিরে আমরা দূর ছাই! ভেতরে মাখা মাখি![]()
এই ভাবেই হয়ে গেলে নির্বাচন টা পার
তোমার আমার টিকির নাগাল কেউ পাবেনা আর
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন