ছড়িটি ঘুরে দাঁড়াবেই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ নভেম্বর, ২০১৩, ০৪:১৮:০২ বিকাল
ছড়িটি পড়ে আছে মেঝেতে
যেটার উপর খুড়িয়ে
শত বাঁধা মাড়িয়ে
গণতন্ত্র চলছিল কোন মতে।
>-
ছড়িটি নির্বাক আজ নির্বিকার
গণতন্ত্র নেই আজ অন্ধকার
অধীকার নেই আজ হাহাকার
কোথাও নেই আজ স্বাধীকার।
>-
ছড়িটি জ্বলে তাই দ্রোহে
ছড়িটি নেই আর মোহে
ছড়িটি দেয় তাই হুংকার
ছড়িটি হয়ে যায় দুর্বার।
>-
ছড়িটি দেয় আজ ডাক
জাগ জনতা বাংগালি জাগ
ঘুরে দাঁড়াও দেয়ালে গেছে পিঠ ঠেকে
এখন সময় নয় শুয়ে বসে থেকে।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন