মনচুলে চুলাচুলি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ নভেম্বর, ২০১৩, ০৩:০৬:২২ দুপুর
চুল বলছে হচ্ছি দিনে বুড়ু
মন বলছে ঝেটিয়ে দাও ঝাড়ু
চুলে মনে লাগল যুদ্ধ কুরু
বউ বলছে হচ্ছেটা কি! দুরু।
কন্যা বলছে দেখে যাও আব্বু
নাচছে কেমন সিনে মার টাব্বু
সাল্লুকে আজ লাগছে কেমন ডাব্বু
প্রেম বুঝেনা আস্ত এক হাব্বু।
পুত্র আমার ভীষণ সাধা সিধে
বলছে আমায় কিসের অসু বিধে!
চুলে কলপ লাগিয়ে দাও জিদে
সব কিছু লাগবে তখন ফিদে।
চুল বলছে এবার তবে দেখ
দেখব এবার কিসের প্রলেপ মাখ
কয়টা ঝরে গুণে গুণে রাখ
টাক্কু মাথায় পরচুলায় এবার ঢাক।
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন