মনচুলে চুলাচুলি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ নভেম্বর, ২০১৩, ০৩:০৬:২২ দুপুর



চুল বলছে হচ্ছি দিনে বুড়ু

মন বলছে ঝেটিয়ে দাও ঝাড়ু

চুলে মনে লাগল যুদ্ধ কুরু

বউ বলছে হচ্ছেটা কি! দুরু।

At Wits' End

কন্যা বলছে দেখে যাও আব্বু

নাচছে কেমন সিনে মার টাব্বু

সাল্লুকে আজ লাগছে কেমন ডাব্বু

প্রেম বুঝেনা আস্ত এক হাব্বু।

At Wits' End

পুত্র আমার ভীষণ সাধা সিধে

বলছে আমায় কিসের অসু বিধে!

চুলে কলপ লাগিয়ে দাও জিদে

সব কিছু লাগবে তখন ফিদে।

At Wits' End

চুল বলছে এবার তবে দেখ

দেখব এবার কিসের প্রলেপ মাখ

কয়টা ঝরে গুণে গুণে রাখ

টাক্কু মাথায় পরচুলায় এবার ঢাক।

বিষয়: বিবিধ

৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File