মা আমার মা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ নভেম্বর, ২০১৩, ০৪:৪০:০৬ বিকাল



মা আমার মা

বুক জড়িয়ে রাখব তোকে

যেতে দেবনা।

Rose

কে বলেছে

হয়েছে তোর ব্যামো

কে বলেছে

দিতে হবে ক্যামো।

দু'হাত তুলে

চাইলাম তার কাছে

তার ইচ্ছাইতো

মরে মানুষ বাঁচে।

Rose

মা আমার মা

বুক জড়িয়ে রাখব তোকে

যেতে দেবনা।

Rose

দেখ চেয়ে

চাচ্চুরা আর খাম্মিরা

তোমার জন্য

তন্ন তন্ন আলমিরা

কোথাও কোন

রাখছেনা কেউ খাদ

আসছে সবাই

বাড়িয়ে দুই হাত।

Rose

মা আমার মা

বুক জড়িয়ে রাখব তোকে

যেতে দেবনা।



বিষয়: বিবিধ

৮২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File