আমাদের পরিবার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ ডিসেম্বর, ২০১৩, ১২:০৬:০৯ দুপুর



মা

তোমার মেয়ে রোজ সকালে জড়িয়ে ধরে আমায়

দুই গালে দুই চুমো দিয়ে বলে বাবা কোথায়!

আমি আছি, তুমি আছ, আছে ফুপ্পি, দাদা

সবাই কত্ত আদর করে করেনাতো বাবা

বলি আমি আছে বাবা থাকে অনেক দূরে

তোমার খবর নিতে রোজইতো ফোন করে

Rose

বাবা

মারে তুই একটা দিস (চুমো) একটা আমার জন্যে

কতকাল পাইনা আমি খুঁজি ফিরি হন্যে

দূর প্রবাসে থাকি বলে কেবল মনে পড়ে

সেই যে কবে দিয়েছিলে যায়নি মনে ঝড়ে

মারে তুই একটা দিস একটা আমার জন্যে

কাছে যদি না থাকি তোর ছুড়ে দিস শুণ্যে

Rose

কন্যা

মা বলেছে তুমি নাকি আসবে দুই দিন পরে

কেন তুমি থাকো দূরে এই আমাদের ছেড়ে

আমার জন্য পুতুল চাই, চাই ঘোড়া, গাড়ি

নইলে তোমার ঠাই হবেনা খিল দেব বাড়ি

এখন আমি লিখতে জানি লাগবে কলম খাতা

না আনলে ফাটিয়ে দেব তোমার মুন্ডু মাথা



বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File