মানব খেকো দানব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ নভেম্বর, ২০১৩, ০৪:০২:৫৪ বিকাল
পুলিশের গুলিতে
উড়ে যাক খুলিতে
কার কি আসে যায়,
হরতাল দেবে কেন
পিকেটিং হবে কেন
কত আর সওয়া যায়!
এত মারি এত ধরি
কত শত আহা জারি
তবু তারা দমেনা,
জানিনা কি যাদু
মৃত্যুতে কি মধূ
আছে তা বুঝিনা।
আমাদেরও চেষ্টা
মেটাব তেষ্টা
লাশের মিছিলে,
দেখা যাক কত লাশ
বল তোরা দিতে চাস
দেশের বদলে।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন