মানব খেকো দানব

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ নভেম্বর, ২০১৩, ০৪:০২:৫৪ বিকাল

পুলিশের গুলিতে

উড়ে যাক খুলিতে

কার কি আসে যায়,

হরতাল দেবে কেন

পিকেটিং হবে কেন

কত আর সওয়া যায়!

Drooling

এত মারি এত ধরি

কত শত আহা জারি

তবু তারা দমেনা,

জানিনা কি যাদু

মৃত্যুতে কি মধূ

আছে তা বুঝিনা।

Drooling

আমাদেরও চেষ্টা

মেটাব তেষ্টা

লাশের মিছিলে,

দেখা যাক কত লাশ

বল তোরা দিতে চাস

দেশের বদলে।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File