গুড বাই চেতনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০৯:৩২:৫৫ রাত



গুড বাই চেতনা

তুমি বড় যাতনা

তোমার সাথে দহরম

মহরম আর হবেনা।

Rolling on the Floor

আশে পাশে ছিল যারা

ছিল কত পাগল পরা

মেকি আর ফাঁকি সব

তাই আমি ঘর ছাড়া।

Rolling on the Floor

কত কি লিখেছি

গাল মন্দ শুনেছি

চোখটা বুজে থেকে

মুখ বুজে সয়েছি।

Rolling on the Floor

হাটতে বসতে গাই গান

শিবির এর পোলা পান

আমি নাকি মীর জাফর

নাম্বার ওয়ান শয়তান।

Rolling on the Floor

আসলে ঠিক তাই

এতদিন বুঝি নাই

নাস্তিকদের পাল্লায় পড়ে

অতসব ভাবি নাই।

Rolling on the Floor

টা টা বাই বাই

মূল্যায়ন হয় নাই

যদি একটা ভিসা পাই

আমেরিকা যেতে চাই।

Rolling on the Floor

যাবার আগে কথা আছে

একটা কথা বলতে চাই

আমার কাছে ডিগ্রী আছে

কিন্তু তার সার্টিফিকেট নাই।

Rolling on the Floor

ভাবলাম যদি এবার

গণেশটা উল্টে যায়

ধরা খেলে বাপরে

পালাবার যায়গা নাই।

Rolling on the Floor

আমি তাই চলে যায়

আবার যদি বাকশাল পাই

আবার আমি আসব ফিরে

শাহবাগ চত্বরে এই বাংলায়।

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File