গুড বাই চেতনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০৯:৩২:৫৫ রাত

গুড বাই চেতনা
তুমি বড় যাতনা
তোমার সাথে দহরম
মহরম আর হবেনা।![]()
আশে পাশে ছিল যারা
ছিল কত পাগল পরা
মেকি আর ফাঁকি সব
তাই আমি ঘর ছাড়া।![]()
কত কি লিখেছি
গাল মন্দ শুনেছি
চোখটা বুজে থেকে
মুখ বুজে সয়েছি।![]()
হাটতে বসতে গাই গান
শিবির এর পোলা পান
আমি নাকি মীর জাফর
নাম্বার ওয়ান শয়তান।![]()
আসলে ঠিক তাই
এতদিন বুঝি নাই
নাস্তিকদের পাল্লায় পড়ে
অতসব ভাবি নাই।![]()
টা টা বাই বাই
মূল্যায়ন হয় নাই
যদি একটা ভিসা পাই
আমেরিকা যেতে চাই।![]()
যাবার আগে কথা আছে
একটা কথা বলতে চাই
আমার কাছে ডিগ্রী আছে
কিন্তু তার সার্টিফিকেট নাই।![]()
ভাবলাম যদি এবার
গণেশটা উল্টে যায়
ধরা খেলে বাপরে
পালাবার যায়গা নাই।![]()
আমি তাই চলে যায়
আবার যদি বাকশাল পাই
আবার আমি আসব ফিরে
শাহবাগ চত্বরে এই বাংলায়।
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন