রুখে দাও বাকশাল, স্বৈরাচার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০২:৫৫:২৮ দুপুর

(বিএপি'র নিষ্ক্রিয় নেতাদের উদ্দেশ্যে জাগরণি ছড়া)
চালাও হাতুড়ি তপ্ত গরমে
উত্তাল জনস্রোত ঢেউ যখন চরমে।
শাড়ি চুড়ি পড়ে যদি বসে থাক শরমে
মূল্যটা দিতে হবে পড়ে থেকে চরণে। ![]()
হরতাল অবরোধ দিয়ে দাও লাগাতার
এইদেশ কারো নয় ষোল কোটি জনতার।
রুখে দাও রুখে দাও বাকশাল স্বৈরাচার
গুড়ে দাও মুড়ে দাও দানবের অহংকার। ![]()
জেগে উঠো জেগো উঠো মা বাবা ভাই বোন
আগুন যদি ঘরে লাগে বশে থাকে কোনজন।
শুকুনের আনাগোনায় শংকায় দেশ যখন
প্রতিবাদ প্রতিরোধ বলে দাও জনে জন।
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন