রুখে দাও বাকশাল, স্বৈরাচার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০২:৫৫:২৮ দুপুর



(বিএপি'র নিষ্ক্রিয় নেতাদের উদ্দেশ্যে জাগরণি ছড়া)

চালাও হাতুড়ি তপ্ত গরমে

উত্তাল জনস্রোত ঢেউ যখন চরমে।

শাড়ি চুড়ি পড়ে যদি বসে থাক শরমে

মূল্যটা দিতে হবে পড়ে থেকে চরণে।

Thumbs Up

হরতাল অবরোধ দিয়ে দাও লাগাতার

এইদেশ কারো নয় ষোল কোটি জনতার।

রুখে দাও রুখে দাও বাকশাল স্বৈরাচার

গুড়ে দাও মুড়ে দাও দানবের অহংকার।

Thumbs Up

জেগে উঠো জেগো উঠো মা বাবা ভাই বোন

আগুন যদি ঘরে লাগে বশে থাকে কোনজন।

শুকুনের আনাগোনায় শংকায় দেশ যখন

প্রতিবাদ প্রতিরোধ বলে দাও জনে জন।

বিষয়: বিবিধ

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File