অবরোধ, হরতাল আর মিডিয়া উল্টো তাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ১২:৫৯:৩৪ দুপুর



অবরোধে হয়ে গেল হরতালিয় চিত্র

রোডঘাট ফাঁকা তবু শুনবেন এক বিচিত্র

অবরোধে ঠিকঠাক গাড়িঘোড়া স্বাভাবিক

দালাল চ্যানেল গুলো বলে দেবে ঠিক ঠিক।

Puppy Dog Eyes

মিডিয়ার রিপোর্টার মাঝ রাস্তায় দাঁড়িয়ে

গেয়ে দেবেন গুণগাণ বিবেক বুদ্ধি হারিয়ে

চলছে চলছে গাড়ি ঘোড়া চলছে

এই দেখুন ট্রাফিক জ্যাম অবিরাম ছুটছে

Puppy Dog Eyes

এভাবেই চলছে মিডিয়ার দালালি

যেন শান্তির পায়রা কবুতর জালালি

মাল খেয়ে তাল দিয়ে দিচ্ছে ধোকা কত যে

জনগণ বুঝে ঠিকই নিজ নিজ গরজে

বিষয়: বিবিধ

৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File