অবরোধ, হরতাল আর মিডিয়া উল্টো তাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ১২:৫৯:৩৪ দুপুর

অবরোধে হয়ে গেল হরতালিয় চিত্র
রোডঘাট ফাঁকা তবু শুনবেন এক বিচিত্র
অবরোধে ঠিকঠাক গাড়িঘোড়া স্বাভাবিক
দালাল চ্যানেল গুলো বলে দেবে ঠিক ঠিক।![]()
মিডিয়ার রিপোর্টার মাঝ রাস্তায় দাঁড়িয়ে
গেয়ে দেবেন গুণগাণ বিবেক বুদ্ধি হারিয়ে
চলছে চলছে গাড়ি ঘোড়া চলছে
এই দেখুন ট্রাফিক জ্যাম অবিরাম ছুটছে
এভাবেই চলছে মিডিয়ার দালালি
যেন শান্তির পায়রা কবুতর জালালি
মাল খেয়ে তাল দিয়ে দিচ্ছে ধোকা কত যে
জনগণ বুঝে ঠিকই নিজ নিজ গরজে
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন