কি চমেতকার দেখা গেল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০২:৩৪:৫৯ রাত



কি চমেতকার দেখা গেল

শাহবাগীদের চেতনা হল

সেই চেতনায় কাপড় গেল

হাতে মদের গ্লাস এল

I Don't Want To See

বাপে পুতে মায়ে ঝিয়ে

খেল তারা চুইয়ে চুইয়ে

জমির চাচাদের নাইযে ইয়ে

লাজ শরম রাখে থুইয়ে

I Don't Want To See

সেই চাচারা আদর্শ বিলায়

শাহবাগেরে তীর্থ বানায়

এমনে বুঝায় অমনে বুঝায়

কথায় কথায় চেতনা বিলায়

I Don't Want To See

এটাই কি সেই চেতনা

গায়ের কাপড় ঠিক থাকেনা

জমির চাচার বালাখানা

এই বুঝি তোর বাঙ্গালিয়ানা

I Don't Want To See

দেখুন আমাদের সাংস্কৃতিক জগতের প্রধান দাবিদার (যৌন জাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক/ জমির চাচা) নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বাম বাহুতে তার স্ত্রী শিমুল ইউসুফ। আর ডান বাহুতে বন্দী তার আপন মেয়ে এশা ইউসুফ হাতে মদের গ্লাস নিয়ে। কি চমৎকার। লন্ডনের গ্লোব থিয়েটারে তারা গিয়েছিলেন শেক্সপিয়ারের 'টেমেপস্ট' প্রদর্শন করতে। বাঙ্গালী সংস্কৃতির যোগ্য প্রতিনিধিত্ব তারা করে এসেছেন.........

বিষয়: বিবিধ

১৫১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File