ঘূর্ণীপাকের রাজনীতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ নভেম্বর, ২০১৩, ০৩:২০:১১ দুপুর
এমন খেলা খেলছ তোমরা
হারজিতে নেই সমাধান
ফলাফল যেটাই হোক
দেশ গঠনে নেই অবদান।
সংবিধানটা ছেটেছুটে
বলছ আবার রক্ষাকবজ
দেশটা পুরো লুটেপুটে
টেনে তোলার ভীষণ গরজ।
প্রতিবাদের ভাষা উথাল
তোমরা যারা ভাগ পেলেনা
গ্যারান্টি কি দিতে পার
এমনটি যে আর হবেনা।
আমরা খুঁজি মন্দের ভাল
খুঁজতে খুঁজতে যাচ্ছি তলে
পারছিনাতো নিয়ম ভেংগে
ভোমরাটাকে আনতে তুলে।
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন