এক কাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ নভেম্বর, ২০১৩, ০৫:৫৭:৪৪ বিকাল
(১)
এক পায়ে যায়না চলা
এক হাতে তালি
এক গালে দেয়া যায়
ইচ্ছে মতন গালি
(২)
এক মনে হয়না প্রেম
এক জনে সংশার
এক প্রাণের দম ফুরালে
কিছুই নেই আর
(৩)
এক মাঘে যায়না শীত
এক বর্ষায় বৃষ্ঠি
একের সাথে এক হলে
তবেই হয় সৃষ্টি
বিষয়: বিবিধ
৯০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন