ব্যাচলর কাব্য

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ নভেম্বর, ২০১৩, ০২:০২:১৯ দুপুর



(১)

ব্যাচলর ব্যাচলর

যদি থাকে ভয় ডর

ছেড়ে দাও ছেড়ে দাও

বাই বাই বলে দাও

আড়মুড়ে তুল হা'য়

রাজধানী ফাঁকা চাই

(২)

ব্যাচলর ব্যাচলর

কে আপন কে পর

ভুলে যাও ভুলে যাও

লাজ শরম ফেলে দাও

চাচা মামা যদি পাও

কলিংব্যাল টিপে দাও

বাজারটা করে দাও

দু'টো দিন থেকে যাও

(৩)

ব্যাচলর ব্যাচলর

ভাড়া ঘর খালি কর

বই খাতা যা আছে

গুছে নাও বেছে বেছে

খাট পালং আলনা

বলে দাও আর না

গুড বাই ঢাকা

হবেনা আর দেখা

(৪)

ব্যাচলর ব্যাচলর

কিসের এত ভয় ডর

বলে দাও মানিনা

ঢাকা ছেড়ে যাবনা

কলমটা রাখি যদি

উড়ে যাবে পাছার গদি

যদি গদি রাখতে চাও

ব্যাচলর থাকতে দাও

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File