শর্ত পূরণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ নভেম্বর, ২০১৩, ০৫:২৫:১৬ বিকাল
গোপাল গঞ্জের বুবু আমি রংপুর এর বৌদি
গদি আমি ছাড়তে পারি শর্ত আছে যদি।
করা যাবেনা শেয়ার বাজার ব্যাংক লুটের হিসাব
ভুলতে হবে কুইক রেন্টাল আর বিডিআরের আজাব।
হত্যা গুম হল যত হিসেব যদি চাও
৫ই মে ঘটিয়ে দেব গদি ছাড়বনা তাও।
পদ্মা সেতু হলনা কেন প্রশ্ন যদি কর
তবে কিন্তু ছাড়বনা গদি সেই আশা ছাড়।
আমি কিন্তু দায় নেবনা হোকনা যে খুনি
হাজার চেষ্টা করলেতো আর আসবেনা সাগর, রুনি!
ট্রানজিট আর ট্রানশিফ্ট এর যত গোপন চুক্তি
ওসব নিয়ে চলবেনা কিন্তু কোন রকম যুক্তি।
এমন অনেক কিন্তু আছে শর্ত হাজার হাজার
জানি তোমরা সায় দেবেনা করতে চাইবে বিচার।
গোপাল গঞ্জের বুবু আমি রংপুর এর বৌদি
তবুও কিন্তু গদি ছাড়ছিনা শর্ত মান যদি।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন