দাদা বলতে ভীষণ পাগল মেয়েটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ নভেম্বর, ২০১৩, ০৯:২৬:৪৪ রাত

দাদাজানে বলেছে আমায় চালাইয়া যাও
সকাল বিকাল দুইটা লাশ ফালাইয়া দাও
নদীর জলে সেই লাশ ভাসাইয়া দাও
প্রয়োজনে আগুনে সব পুড়িয়ে দাও![]()
দাদাজানে বলেছে আমায় কানে কানে
সেই কথাটা কেউ যেন, না শুনে
আমি তাই বলবনা তা জনে জনে
পাশের বাড়ী দাদা আমায় ভাল জানে।![]()
আমি কিন্তু জন্ম থেকেই দাদা পাগল
দাদার সাথে বাজাইতাম তাই বাদ্য বাদল
দাদায় আমায় পাঠ শিখাইত অদল বদল
সিংগেল পেলে দিতে হবে ডাবল ডাবল।![]()
আমি তাই খাই না খাই দিয়ে যায়
দাদাকে সব বিলেয়ে দিতে মজা পায়
ভাবছি এবার দেশটাই পুরো দিয়ে দেব
নির্বাচনটা হলেই এবার দিল্লী যাব।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন