জ্ঞানান্ধ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ নভেম্বর, ২০১৩, ০২:৫৭:৪৭ দুপুর
কোন বিধানে আছে লিখা
দেখাও দেখি
সংবিধানে আছে নাকি!
একটু দেখি।
কে দেখেছে কি লিখেছে
দেখছিনা'তো
এমন কিছু থাকলে লিখা
কোথায় যেতো!
চশমাটা কোথায় গেল
একটু ধর
কোথায় আছে এমন নিয়ম
একটু পড়।
দেখছনা'তো পড়ছনা'তো
রইলে চুপ
কি'হল কোথায় গেলে?
দিলে ডুব!
হায়রে বোকা অন্ধ আমি
বোবা-নিরক্ষর
যতই বুঝাস বুঝবনাতো
এক অক্ষর!
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন