আমার যে কেমন কেমন লাগে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ নভেম্বর, ২০১৩, ০১:৩১:৪৩ দুপুর
তারেক খালাশ মামুনের জেল
মাথার উপর পড়ল যেন আস্ত কদবেল
কি শুনাইলি আমারে কি শুনাইলি
ও শফিক ও কামরুল তোরা কই গেলি!![]()
আমার যে কেমন কেমন লাগে
এমনতো লাগেনি আর আগে![]()
এইদিকে ঘটনা তোলপাড়
ফাঁস হয়ে গেছে ৮৬২ মিলিয়ন ডলার
এখনতো লোকে কথায় কথায় করবে গালাগালি
ও মুহিত ও সালমান তোরা কই গেলি!![]()
আমার যে কেমন কেমন লাগে
এমনতো লাগেনি আর আগে![]()
এত খাই পোলা আমার তবুও করে খা খা
শেয়ার বাজার আর ব্যাংক লুটে খাইতে কত মজা!
এখনতো দেখি পার পাবনা দিয়ে জোড়া তালি
ও তৌফিক ও মশিউর তোরা কই গেলি! ![]()
আমার যে কেমন কেমন লাগে
এমনতো লাগেনি আর আগে
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন