আমাদের নেই জয় পরাজয়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ নভেম্বর, ২০১৩, ০২:২৬:১৩ রাত

মুসলমান এর জয় পরাজয়

পরকালে।

কেউ হেসনা, কেউ কেঁদনা

ক্রোধানলে।

সফলতায় না যেন পায়

অহংকার।

বিফলে না যেন হয়

হাহাকার।

নিন্দুকেরা যে যাই বলুক

বলুকনা।

সত্য মিথ্যা বিভেদ ঢেলে

চলুকনা।

আমরা চলি আমরা বলি

সত্যটা।

এড়িয়ে চলি অহমিকা আর

মিথ্যাটা।

আমরা তায় জয় পরাজয়

ভাবিনা।

তৌহিদ আর ঈমানই তাই

প্রেরণা।

বিষয়: বিবিধ

৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File