শব শিয়ালের এক রা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ নভেম্বর, ২০১৩, ০৯:৪৭:১৬ রাত

ডালে চালে মিল খেলে

খিচুড়ী যেমন বেশ!

তেমনি এক মিল খেল

সংবিধান ও দেশ।

Time Out

দাত ধারাতে ইদুর যেমন

কাটে কুটি কুটি

তেমন করে কাটতে গিয়ে

গদি গেল টুটি।

Time Out

হামলা হল মামলা হল

হল ধর পাকড়

ককটেল যখন ঠুস হল

হরতাল হল জবর।

Time Out

কেউ শুনেনা কেউ বুঝেনা

কেউ মানেনা নীতি

সব শালারাই গদি পেলে

ঠিক থাকেনা মতি।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File