মুচি, মইজ্জা আর সংবিধান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ নভেম্বর, ২০১৩, ০১:১৫:৫৮ দুপুর

জুতার পিতা মুচি

এমনই তার রুচি

নাওয়া খাওয়ার বালা নাই

গায়ে বসে মাছি।

Thinking

জংগী পাড়ার মইজ্জা

করে শুধু কাইজ্জা

জ্বাল যন্ত্রনায় পরান যায়

মরলে এবা বাঁচি।

Thinking

জাতির গীতা সংবিধান

মলাট আছে নাই বিধান

কেটে কুটে করল সাফাই

ভাবটা! বেশ আছি

Thinking

মুচি মইজ্জা আর সংবিধান

চাইছি এবার হোক অবসান

হট্টোগোল আর চাইনা ভাই

জালাইসনা আর যাচি।

বিষয়: বিবিধ

১৪২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File