হাসতে মানা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ নভেম্বর, ২০১৩, ০২:১৫:৪৯ দুপুর
প্রধানমন্ত্রীত্ব চাইনা আমি
শান্তি চাই দেশের
আমার কাছে শান্তি মানে
লগী বৈঠা লাশের
ছোট্ট একটা দেশ
মানুষ যাচ্ছে বেড়ে
আমি তাই ব্যালেন্স করি
গুম আর খুন করে
ঘুম আসেনা আমার
দেশের কথা ভেবে
আমার মতো দেশ দরদী
বল কোথায় পাবে!
বিষয়: বিবিধ
২১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন