ঘুরে দাঁড়াও রামপাল, রুখে দাও বাকশাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ অক্টোবর, ২০১৩, ০৩:১৫:১১ দুপুর
ফুল আর ফুটবেনা
পাখি আর গাইবেনা
খালের নদীর তীর ঘেষে
গোলপাতা থাকবেনা!
না না না না
মানছিনা তা মানবনা।
>-
ঘুরে দাঁড়াও রামপাল
রুখে দাও বাকশাল।।
>-
হরিণ শাবক একলা মনে
উদাস মনে ঘাস চোয়ালে
গাছের ঢালে বানর ঝুলে
ইশারা দেয় মামা আসল বলে।
এমন করে দিন যাপনের
জীবনচক্র আর থাকছেনা!
না না না না
মানছিনা তা মানবনা।
>-
ঘুরে দাঁড়াও রামপাল
রুখে দাও বাকশাল।।
>-
ঘুরে দাঁড়াও আকাশ বাতাস
ঘুরে দাঁড়াও এই জনপদ
ঘুরে দাঁড়াও মা'মাটি আমার
নইলে ভীষণ আসছে আপদ।
এই মাটি আমার এই দেশ আমার
দেহে প্রাণ থাকতে সবার
এক ইঞ্চি জায়গা ছাড়ছিনা।
না না না না
মানছিনা তা মানবনা।
>-
ঘুরে দাঁড়াও রামপাল
রুখে দাও বাকশাল।।
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন