ফিসফাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:২১:৩৭ বিকাল
শোন বলি কানে কানে
কেউ যেন না শুনে
যদি হয় জানা জানি
শুরু হবে কানা কানি
কাছে আসো আরো কাছে
হিস ফিস পিস পিস
দেয়ালের ও কান আছে
যদি হয় কিস মিস
নতুন বোতল পুরোনো মাল
বেলট বাক্স হবে টাল
ভেব নাতো অত শত
এবারও হবে আগের মতো
ইলেকশান টা দিয়ে দাও
সিলেকশান তো করা আছে
দাদার উপর ছেড়ে দাও
করে দেব আগে পিছে
ইস পিস ফিস ফিস
কিস মিস হয় যদি
ব্যাপার টা মাথায় রাখিস
শুলে চড়াবে দাদা দিদি
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন