রামপালকে রক্ষা করতে যদি তোমরা চাও
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২১:১১ রাত
						 
						 
রামপালকে রক্ষা করতে যদি তোমরা চাও
লোডশেডিং যতই হোক একটু সয়ে যাও ![]()
লোডশেডিং এর গল্প বলি মন দিয়ে শুনুন কাহানি
বলবে সরকার বিদ্যুৎ দরকার কোথা থেকে আনি![]()
একটু খানি বিদ্যুৎ গেলে ঘাম ঝর ঝার ঝরে
তাইনা দেখে সরকার মশায় কিযে কান্না করে!![]()
বিদ্যুৎ যদি নাইবা দিলাম কি দরকার এমন সরকার
সেই বিদ্যুৎ দিতে একটু সেক্রিফাইস খুব দরকার![]()
চেষ্টা করছি যে করেই হোক ছাড়ছিনা তবু হাল
আড়িয়াল বিলে ছাড় দিয়েছি ছাড়ছিনা তাই রামপাল![]()
বলছিলাম তাই রামপালকে রক্ষা করতে যদি তোমরা চাও
আলো অন্ধকার, ঠান্ডা গরম যাই থাকুক একটু সয়ে যাও
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন