ফিরে আসো শোহানা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৯:২৭ রাত



টানা টানা চোখ, টানা টানা

ছিমছাম গোলগাল মুখখানা

না না না না দেখা আর হচ্ছেনা

হায় বলে, যায় বলে, আর ফিরে আসছেনা

না না না না মন আর মানছেনা।

ফিরে আসো ফিরে আসো শোহানা।।

Rose

বলতে পারিনি আমি বলি বলি করে

কতবার বলতে গিয়ে নিয়েছি মুখ ফিরে

কত রাত জাগা আর কত স্বপ্ন তোমাকে ঘিরে

রোজ তোমার আসা যাওয়া, আর আমার পথ চাওয়া

না না না না হচ্ছেনা, এসব আর হচ্ছেনা

না না না না মন আর মানছেনা।

ফিরে আসো ফিরে আসো শোহানা।।

Rose

তুমি উচ্চ বিত্তে আর আমি মধ্য বিত্তে

হাজার চিন্তা সব ঘোরপাক খেতে খেতে

তুমি কাছে এলে সব হয়ে যায় গোলমেলে

অবশেষে ভেবেছি দিখিনা বলে ফেলে

মুখ ফিরে চলে যাবে এ আর তেমন কিচ্ছু না

তাই বলে না বলে যাবে চলে, তা মানতে পারছিনা।

ফিরে আসো ফিরে আসো শোহানা।।

বিষয়: বিবিধ

১৫৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File