বাওরে বাও
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৫৬:১৭ সন্ধ্যা
বাওরে কিযে মারা মারল
না পারি কইতে
মানজার ব্যাথায় জান যায়
না পারি সইতে
বাওরে এত্ত করি কইলাম
হাত পা ধরি
কে শুনে কার কথা
গেল শুধু হিড়ি
উহ আহ ব্যাথারে ব্যাথা
আন্ডা মারছে মুখে
আন্ডা তবে ঘোল ছিলনা
খাইয়াছিলাম চেখে
বাওরে বাও, গেলম আমি
দালালিতে কাম নাই
সময় থাকতে পিঠে দিলাম ছালা
জানে বাঁচতে চাই
বিষয়: বিবিধ
১৫৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন